ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফোন ছাড়াই চলবে স্মার্টওয়াচ!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মে ২৭, ২০১৪
ফোন ছাড়াই চলবে স্মার্টওয়াচ!

ঢাকা: ফোনের কোনোরকম সংযোগ ছাড়াই চলবে এ স্মার্টওয়াচ। ছবি তোলার পাশাপাশি টেক্সট মেসেজ, ই-মেইল পাঠানো যাবে।

এমনিক ফোনও করা যাবে। বলে দেবে ব্যবহারকারীর হার্টের অবস্থা।

দক্ষিণ কোরিয়া ভিত্তিক বিশ্বের বৃহৎ মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং কয়েক মাসের মধ্যে বাজারে আনতে যাচ্ছে এ স্মার্টওয়াচ। তবে এখন পর্যন্ত দেওয়া হয়নি এর নাম।

প্রতিষ্ঠানটির নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, গ্যালাক্সি গিয়ার ও দ্যা গিয়ার-২ নামে স্যামসাংয়ের চারটি স্মার্টওয়াচ বাজারে রয়েছে। তবে এ স্মার্টওয়াচটি অন্যগুলোর চেয়ে আলাদা। কারণ, এটি চালাতে কোনো ধরনের স্মার্টফোনের প্রয়োজন হবেনা।

টাইজেন অপারেটিং সিস্টেম ব্যবহারের মাধ্যমে স্মার্টওয়াচটি চালানো হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি জানায়, চলতি বছর বিশ্ববাজারে পরিধানযোগ্য ডিভাইসের (যেমন-স্মার্টওয়াচ) চালান তিনগুণ বৃদ্ধি পেয়ে এক কোটি ৯০ লাখ এ দাঁড়াবে।

এছাড়া চলতি বছর স্মার্টফোনের বিক্রিও ১৯ শতাংশ বৃদ্ধি পাবে বলে গ্রুপটি আশা প্রকাশ করে।
 
এদিকে, স্যামসাংয়ের প্রতিযোগী প্রতিষ্ঠান অ্যাপল চলতি বছরের শেষের দিকে একটি স্মার্টওয়াচ বাজারে আনতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মে ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।