গ্লোবাল নেটওয়ার্কিং সলিউশন কোম্পানী নেটগিয়ার বাংলাদেশে তাদের পণ্যের প্রসারে নানা ধরনের পদক্ষেপ নিয়ে আসছে। এরই অংশ হিসেবে অত্যাধুনিক কিছু নতুন পণ্য সম্পর্কে সম্যক ধারণা দিতে বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের নিয়ে ‘নেটগিয়ার আইএসপি নাইট’ এর আয়োজন করা হয়।
নেটগিয়ারের বাংলাদেশ বিজনেস পার্টনার কম্পিউটার সিটি টেকনোলজিসের সহযোগিতায় রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আইএসপি নাইটে পণ্যগুলো সরাসরি পদর্শনের পাশাপাশি পাওয়ার পয়েন্টে আসন্ন ও ইনোভেটিভ পণ্যগুলোর বিস্তর উপস্থাপন করেন নেটগিয়ার ইন্ডিয়া এবং সার্ক’র রিজিওনাল ডিরেক্টর শুভদ্বীপ ভট্টাচার্য এবং টেকনিকাল হেড, নেটগিয়ার রিজিওনাল ডিরেক্টর মানব মল্লিক।
অনুষ্ঠানের প্রধান অতিথি শুভদ্বীপ ভট্টাচার্য বাংলাদেশকে একটি ক্রমবর্ধমান প্রযুক্তি বাজার হিসেবে উল্লেখ করে বলেন, ব্রডব্র্যান্ডের প্রসার, এসএমবি ইনফ্রাস্ট্রাকচারের বিস্তার ও থ্রিজি ইন্টারনেটের সুচনা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে নতুন দিকে ধাবিত করছে। তিনি বলেন, ক্লায়েন্টরা যাতে সেইসব সুবিধা যথাযথভাবে ব্যবহারের সুযোগ পায় সেদিকে নেটগিয়ারের সর্বোচ্চ গুরুত্ব থাকে।
বিশেষ অতিথি মানব মল্লিক নিটগিয়ারের প্রডাক্ট লাইনের নেটওয়ার্কিং পণ্য, স্টোরেজ ডিভাইস, ওয়্যারলেস ডিভাইস, সিকিউরিটি এবং টেলিকম একসেস প্রোডাক্ট নিয়ে সুবিস্তর আলোচনা করেন। এছাড়া আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়াসহ কুইজের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আরো বক্তব্য রাখেন কম্পিউটার সিটি টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর মো: মনিরুল ইসলাম। বাংলাদেশের আইটি মার্কেটের উপযুক্ত ও সঠিক পণ্য সরবরাহে নেটগিয়ার প্রস্তুত বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশের বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে নেটগিয়ার তাদের পার্টনার প্রতিষ্ঠানকে উপযুক্ত ট্রেইনিং, সঠিক সময়ে প্রডাক্ট ডেলিভারি, ওয়ারেন্টি সেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ২৭, ২০১৪