জনপ্রিয় চ্যাটিং অ্যাপস ‘স্ন্যাপচ্যাট’ কিনতে ব্যর্থ হওয়ার পরেও হাল ছাড়েনি ফেসবুক। সম্প্রতি জানা গেছে, স্ন্যাপচ্যাটকে টেক্কা দিতে পারে এমন একটি চ্যাটিং অ্যাপসের কাজ শুরু করেছে সোশ্যাল জায়ান্ট।
দ্য ফিনান্সিয়াল টাইমসের দেওয়া তথ্য মতে, ফেসবুক কয়েকমাস ধরেই স্লিংশট নামের অ্যাপস নিয়ে কাজ করছে।
উল্লেখ্য, স্ন্যাপচ্যাট কিনতে মার্ক জুকারবার্গের ৩ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় স্লিংশটের কাজ শুরু করে ফেসবুক। প্রতিবেদনটিতে বলা হয়, অতি গোপনে প্রজেক্টটির তত্বাবধান করছে মার্ক জুকারবার্গ নিজেই। স্ন্যাপচ্যাটের সঙ্গে স্লিংশট এর বেশ কিছু বৈশিষ্ট্যের মিলের কথাও বলা হয়। স্লিংশট ব্যবহারে ছোট ভিডিও মেসেজ পাঠানো যাবে। এমনকি স্ন্যাপচ্যাটের মতোই রিসিভার একবার ভিডিও মেসেজটি দেখার পর তা নিশ্চিহৃ হয়ে যাবে।
বলা হচ্ছে, স্ন্যাপচ্যাটকে টেক্কা দিতে মার্ক জুকারবার্গেরে এটাই প্রথম পদক্ষেপ নয়। ২০১২ সালে ফেসবুক ‘পোক’ নামের অ্যাপস বাজারে ছাড়ে, যেখানে ছবি এবং ভিডিও পাঠানোর ব্যবস্থা ছিলো। যা দেখার ১০ সেকেন্ডের মধ্যে বার্তাগুলো স্বয়ংক্রিভাবে মুছে যেতো। কিন্তু মার্কের সেই পদক্ষেপ এতোটাই ‘ফ্লপ’ হয় যে, তিনি পরবর্তীতে ঐ প্রজেক্টটিকে ‘পোক’ এর বদলে ‘জোক’ (কৌতুক) নাম দেন।
উন্নয়নশীল দেশগুলোতে অত্যন্ত জনপ্রিয় চ্যাটিং অ্যাপস ‘হোয়াটস অ্যাপ’কেও ইতিমধ্যে ফেসবুক নিজের আয়েত্তে নিয়েছে। অন্যদিকে নিজ থেকে মুছে যাওয়া বার্তার সুবিধাটি অনেক বেশি ‘গোপনীয়তা-বান্ধব’ বলে স্ন্যাপচ্যাট বিশ্বে তুমুল জনপ্রিয়।
ফেসবুকের সাম্প্রতিক তৎপরতা দেখে অনুমান করা হচ্ছে ‘হোয়াটস অ্যাপ’ কেনার পর ফেসবুক এখন উন্নত বিশ্বগুলো, বিশেষকরে নিজ দেশ আমেরিকার চ্যাটিং অ্যাপসের বাজারে ভাগ বসাতে চাইছে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ২৭, ২০১৪