বিশিষ্ট কেজিআই বিশ্লেষক মিঙ-চি কুও এর দেওয়া তথ্য মতে, এখন থেকে আসন্ন প্রতিটি আইফোন এবং আইপ্যাডে থাকবে টাচ আইডি ইউনিট। কুও এর দাবি, টাচ আইডি সেন্সর বিভাগকে আরো সুদৃঢ় করতে কোপার্টিনো প্রতিষ্ঠান টাচ আইডি হার্ডওয়্যার যুক্তের পরিকল্পনা নিয়েছে এবং আলাদা ধরনের ক্যামিক্যাল সাবস্টেন্স নিয়ে কাজও শুরু করেছে।
মিঙ-চি কুও এর বরাত দিয়ে সংবাদ মাধ্যমে আরো জানানো হয়, খুব শীঘ্রই পরিকল্পনাটির ঘোষণা দিবে অ্যাপল। এমনকি আইপড ব্যতিরেকে অ্যাপল প্রত্যেক ক্ষেত্রে সেবাটি যুক্ত করতে যাচ্ছে। অ্যাপলের উদ্দেশ্য প্রতিষ্ঠানের মোবাইল বিভাগের অবশিষ্ট সব পণ্যে যাতে সিকিউরিটি ফিচারটি গ্রহনযোগ্য হয়।
অবশ্য পণ্যের কাঠামো অপরিবর্তিত থাকার গুজব উঠেছে বলা হচ্ছে একই ধাতুর প্রলেপ থাকবে। আর টাচ আইডি বৈশিষ্ট্যটি বাস্তবায়নের দায়িত্ব পড়েছে এএ্সই এবং শার্পের উপর।
বলা হচ্ছে, নিরাপত্তা এবং কেনাকাটার মধ্যে যে ফারাক আছে তা দুর হবে নতুন সেবার মাধ্যমে। এছাড়া অনলাইন কেনাকাটায় একই টাচ আইডি ব্যবহার হওয়ায় বিশেষকরে রিটেইলারদের জন্য দারুণ কাজে আসবে।
এদিকে অ্যাপলের এ পরিকল্পনাকে স্যামসাং এসফাইভে পেপল সমর্থনের অনুরুপ সেবা বলা হচ্ছে। কেনাকাটায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যেটি ব্যবহারকারীদের সঠিকতা প্রমান করে। তাই অ্যাপল কি এখন স্যামসাংকে অনুসরণ করছে কিনা এমন প্রশ্ন আলোচকদের মুখে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ২৮, ২০১৪