ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগলের অধিকাংশ কর্মীই শ্বেতাঙ্গ পুরুষ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, মে ৩০, ২০১৪
গুগলের অধিকাংশ কর্মীই শ্বেতাঙ্গ পুরুষ

কোম্পানির ভেতরকার একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে গুগল। তাদের নিয়োগ প্রক্রিয়ায় শ্বেতাঙ্গদের আর পুরুষদেরই যে প্রাধান্য দেওয়া হয় সে কথাই স্বীকার করে নিলো বিশ্বসেরা ইন্টারনেটে তথ্য সেবার এই প্রতিষ্ঠানটি।



বুধবার গুগল জানিয়েছে, তাদের মোট কর্মীবাহিনীর মাত্র দুই শতাংশ কৃষ্ণাঙ্গ, তিন শতাংশ হিসপ্যানিক। আর মোট কর্মীবাহিনীর ৩০ শতাংশ নারী।

তবে গুগলের এক-তৃতীয়াংশ কর্মী এশীয়। সার্চ জায়ান্ট হিসাবে খ্যাত গুগল তাদের সকল তথ্য উন্মুক্ত করে বলেছে, কাজ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য স্বচ্ছতা খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রের সম-কর্মসংস্থান সুবিধা সংক্রান্ত কমিশনের কাছে এ তথ্য দেওয়া থাকে।   কোনো কোম্পানি তথ্য জনসম্মখে প্রকাশে বাধ্য নয়, তবে গুগল সেটা করলো।
নারী-পুরুষ অসমতার বিষয়ে তারা জানিয়েছে, গুগলের ৪৪ হাজার কর্মী সারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকার কারণেই এটা হচ্ছে। আর বর্ণ বিষয়ক তথ্যের ক্ষেত্রে বলেছে, কেবল যুক্তরাষ্ট্রে যে ২৬ হাজার কর্মী রয়েছেন তাদের দুই শতাংশ কৃষ্ণাঙ্গ।

বাংলাদেশ সময় ০৮৫২ ঘণ্টা, মে ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।