ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ এবং আইসিটি খাতে বাজেট নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে বসেন ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ এর আয়োজক কমিটি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ডঃ গওহর রিজভী প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ইয়াফেস ওসমান, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বেসিস সভাপতি শামীম আহসান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, এস এম আশরাফুল ইসলাম নির্বাহী পরিচালক, বিসিসি, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, উপাচার্য, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং বেসিসের জ্যেষ্ঠ সহ সভাপতি সৈয়দ আলমাস কবির বৈঠকে অংশ নেন।
বৈঠকে বেসিস সভাপতি শামীম আহসান আইসিটি বাজেট প্রস্তাব অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন এবং ইন্টারনেট ও ই-কমার্স থেকে ভ্যাট এবং আগামি ১০ বছরের জন্য আয়কর প্রত্যাহারের আহ্বান জানান । প্রস্তাবটি গ্রহন হলে আইসিটি খাতে আরও দ্রুত অগ্রগতি আসবে এবং আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশ উচ্চ আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন তিনি।
বিষয়টি পর্যালোচনা করবেন এবং বিবেচনায় রাখবেন কিন্তু ভ্যাট যেহেতু অপরিহার্য তাই এটা সম্পূর্ণ মৌকুফ করা যাবেনা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া আসন্ন মেগা ইভেন্ট ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বাস দেন অর্থমন্ত্রী ।
জুনায়েদ আহমেদ পলক বলেন, বাংলাদেশকে একটি সম্ভাবনাময়ী আইটি হাব হিসেবে পরিচিত করতে আসন্ন ডিজিটাল বাংলাদেশ ২০১৪’মেগা এক্সপজিসান।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ৩০, ২০১৪