ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভিন্নভাষা অনুবাদ করবে স্কাইপে!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মে ৩১, ২০১৪
ভিন্নভাষা অনুবাদ করবে স্কাইপে!

অনলাইন যোগাযোগে স্থানগত দূরত্ব, মুখোমুখি আলাপনের সমাধান অনেক আগেই মিটিয়ে দিয়েছে স্কাইপে। কিন্তু পৃথিবীব্যাপী যে ভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে ভাষাগত সমস্যা রয়েই গেছে।

অচিরেই তারও সমাধান দিচ্ছে স্কাইপে অধিগ্রহণকারী মাইক্রোসফট।

এরইমধ্যে ভিডিও, অডিও এবং চ্যাটিং সেবা স্কাইপে গোটা বিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু ভিন্ন ভাষার দুজন মানুষ স্কাইপে আলাপে আসলে ভাষাগত যে ব্যবধান রয়েছে তা যোগাযোগের ক্ষেত্রে বড় বাঁধা হয়ে দাড়াচ্ছে। যে কারণে স্কাইপে‘তে এমন এক প্রযুক্তি যোগ হচ্ছে যেটি কথোপকথনের সময় ভাষা অনুবাদ করে দেবে। সম্প্রতি মাইক্রোসফট ক্যালিফোর্নিয়ায় কোড কনফারেন্সে প্রযুক্তিটি উপস্থাপন করেন। চলতি বছরের শেষ দিকে ফিচারটি পরীক্ষামূলকভাবে প্রকাশের প্রত্যাশা করা হচ্ছে।

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা বলেন, এ বছরের শেষ দিকে সুবিধাটি স্কাইপেতে যুক্ত হচ্ছে। আর প্রায় ডিভাইস এবং অ্যাপসে যত দ্রুত সম্ভব বিশাল উদ্ভাবনাটি আনতে চেষ্টা করা হবে।  

তথ্য মতে, স্কাইপে, বিং এবং মাইক্রোসফট রিসার্চ ল্যাবের যৌথ প্রচেষ্টায় ফিচারটি তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ , মে ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।