অ্যাপল আইওয়াচে থাকবে ‘ওয়্যারলেস চার্জিং’ ফিচার! এ পর্যন্ত পণ্যটিকে ঘিরে যত খবর রটেছে তার মধ্যে চুম্বকীয় এ প্রযুক্তির খবর প্রযুক্তি অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করে। কিন্তু আইওয়াচে প্রযুক্তিটি থাকবে কিনা এ বিষয়ে অ্যাপল এখনও সঠিক তথ্য দেয়নি।
এদিকে চীনা ইলেকট্রনিক্স প্রস্ত্ততকারী লাক্সশেয়ারের অভ্যন্তরীন সুত্র জানিয়েছে, আইওয়াচে ‘ওয়্যারলেস চার্জিং কয়েল’ ব্যবহার করতে এখন অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অ্যাপল পণ্যের গুজব তথ্যকে যেটা আরো নির্ভরযোগ্য করে তুলছে। দুটি ওয়ারলেস চার্জিং কয়েল নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে লাক্সশেয়ার হলো একটি। তথ্য মতে, এ প্রযুক্তির যোগানদাতা হিসেবে অ্যাপল লাক্সশেয়ারকে বেছে নিয়েছে।
কিন্তু জিফোরগেম ডট কম জানায়, লাক্সশেয়ারের সঙ্গে অ্যাপলের যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে যোগাযোগ করলে অ্যাপল তা না করে দেয়।
এর আগে আইওয়াচে অ্যাকটিভিটি সেন্সর থাকার খবর রটে যেটি অ্যাপলের আস্নন আই্ওএস এইটের হেলথ বুক অ্যাপে নিয়ন্ত্রিত।
এ মুহূর্তের প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর অ্যাপল ওয়্যারলেস চার্জিং পদ্ধতির পেটেন্ট প্রদর্শন করে। আর এ বছরের ফেব্রুয়ারিতে তারা সোলার এবং ওয়্যারলেস চার্জিং এর পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করে। যেটি আইওয়াচের জন্য বলে ধারণা করছে আলোচকরা।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ৩১, ২০১৪