ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্রাদার প্রিন্টার নিয়ে কারিগরী কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জুন ৩, ২০১৪
ব্রাদার প্রিন্টার নিয়ে কারিগরী কর্মশালা ছবি: সংগৃহীত

গ্লোবাল ব্র্যান্ড লিমিটেডের ঢাকার কল্যাণপুরস্থ সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত হয় ব্রাদার প্রিন্টার বিষয়ক কারিগরী কর্মশালা। তিনদিনের এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অতি দ্রুত ও দক্ষতার সাথে গ্রাহক সেবা প্রদান করা এবং গ্রাহক সেবার মান উন্নয়ন।



গ্লোবাল ব্র্যান্ডের সকল শাখা অফিসের সার্ভিস ইঞ্জিনিয়াররা এতে অংশগ্রহন করেন। ব্রাদার প্রিন্টারের ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এবং জাহেদুল আলম চৌধুরী এ ব্র্যান্ডের বিভিন্ন মডেলের প্রিন্টার ও ফ্যাক্স মেশিনের নতুন প্রযুক্তি, কারিগরী দিক, কার্যকারীতা, ইনস্টলেশন এবং ট্রাবলশ্যুটিং সম্পর্কে স্বচ্ছ ধারণা সহ হাতে-কলামে প্রশিক্ষণ প্রদান করেন।

এছাড়া ওয়ারেন্টি পলিসি এবং ওয়ারেন্টি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গ্লোবাল ব্র্যান্ডের গ্রাহক পরিষেবা কেন্দ্রের ব্যবস্থাপক আক্তারউন-নবী শাহীন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ০৩, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।