তাইওয়ানের ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের(সিসার) সঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিসার তাইপে কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিসিএসের মহাসচিব নজরুল ইসলাম মিলনের নেতৃত্বে বিসিএস প্রতিনিধি দল বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সম্পর্কে সিসাকে অবহিত করার পাশপাশি ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্পর্কে ধারণা প্রদান করেন।
সভায় সিসার চেয়ারম্যান মিস ইভুনি চিউ’র নেতৃত্বে উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিসিএস প্রতিনিধি দলে ছিলেন কম্পিউটার সিটি টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম, বিজনেসল্যান্ড লিমিটেডের পরিচালক হামিদুল্লাহ খান, সুপিরিয়র ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত তাইওয়ান ট্রেড সেন্টারের পরিচালক উডি অং। বিসিএসের সাথে নিবিড়ভাবে কাজ করতে এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে তাইওয়ানের বিনিয়োগকে উৎসাহিত করতে সিসা কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় বিসিএস প্রতিনিধি দল সিসার প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরেও আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, ৩ থেকে ৭ জুন তাইয়ানে অনুষ্ঠিত কম্পিউটাটেক্স তাইপে ২০১৪-এ বাংলাদেশ কম্পিউটার সমিতির ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, জুন ০৫, ২০১৪