ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শিশুদের সঙ্গে ডিজিটাল ওয়ার্ল্ডে জাফর ইকবাল

জনি সাহা ও আবু তালহা, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জুন ৭, ২০১৪
শিশুদের সঙ্গে ডিজিটাল ওয়ার্ল্ডে জাফর ইকবাল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে:রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন স্কুলে থেকে আসা শিক্ষার্থীদের সঙ্গে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪’ পরিদর্শন করলেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

বুধবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী চলা এ মেলার শেষ দিন শনিবার।

সকাল ১০টায় শেষ দিনের মেলা শুরু হওয়ার আগে থেকেই সেখানে উপস্থিত ড. জাফর ইকবাল। মেলার গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে মেলাপ্রাঙ্গণে প্রবেশ করেন তিনি। জাফর ইকবালকে দেখেই শিশুরা ঘিরে ধরে।   

এরপর রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আসা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে মেলা ঘুরে দেখেন ড. জাফর ইকবাল।

বেলা ১১টায় চিল্ড্রেন ডিজিটাল ওয়ার্ল্ডে শিশুদের সঙ্গে আড্ডা দেওয়ার কথা রয়েছে তার।

বাংলানিউজকে তিনি বলেন, আমি শিশুদের সবচেয়ে বেশি প্রাধান্য দেই। তারা আমার সঙ্গে ছবি তুলে এবং অটোগ্রাফ নিয়ে যতটা খুশি হয় আমিও ততটাই খুশি হই তাদের সঙ্গে ছবি তুলে এবং অটোগ্রাফ দিয়ে।  

রাজধানীর ফেন্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, খানেপুর উচ্চ বিদ্যালয়, কাঁচপুরা প্রভাতী স্কুল, কেজি অ্যান্ড উচ্চ বিদ্যালয়সহ রাজধানীর আরও বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা শেষ দিনের মেলায় অংশ নিতে আসে।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জুন ০৭, ২০১৪

** শেষদিনে যা থাকছে ডিজিটাল ওয়ার্ল্ডে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।