বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা চার দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪’র শেষদিন শনিবার গ্রামীণফোনের ‘অগমেন্টেড রিয়্যালটি জোনে’ (এআর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ফটোসেশন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
এসময় তার সঙ্গে ছিলেন তথ্য, ডাক ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আরও অনেকে।
ম্যাগনিটো ডিজিটাল নামে একটি প্রতিষ্ঠান ‘অগমেন্টেড রিয়্যালিটি’ প্রযুক্তির মাধ্যমে এ কারিশমা দেখাচ্ছে। অনেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে বিল গেটস, মার্ক জুকারবার্গ, স্টিভ জবস কিংবা আয়রনম্যান খ্যাত রবার্ট ডাওনির (জুনিয়র) সঙ্গেও ছবি তুলছেন।
**শতভাগ নিরাপত্তা নিশ্চয়তা দিচ্ছে জানালা সিস্টেমস
** তথ্যপ্রযুক্তির উদ্যোগ- উদ্ভাবন সমন্বয়ে সমঝোতা স্মারক
** মানবিকতাকেও গুরুত্ব দিতে হবে
** শিশুদের সঙ্গে ডিজিটাল ওয়ার্ল্ডে জাফর ইকবাল
** শেষদিনে যা থাকছে ডিজিটাল ওয়ার্ল্ডে
** অচিরেই দেশের ২ লাখ সমবায় সমিতির ডিজিটাল ডাটাবেজ
** তাৎক্ষণিক অনলাইন গ্রাহক সেবায় ‘রিভ চ্যাট’
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৪