ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কুষ্টিয়ায় গ্রামীণফোনের থ্রিজি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুন ১২, ২০১৪
কুষ্টিয়ায় গ্রামীণফোনের থ্রিজি

কুষ্টিয়া: কুষ্টিয়ায় গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের এন এস রোড়ে গ্রামীণফোনের কাস্টমার কেয়ার সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।



কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল-ফেরদৌস প্রধান অতিথি হিসেবে কেক কেটে ও ভিডিও কলের মাধ্যমে কুষ্টিয়ায় থ্রিজি নেটওয়ার্কের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রামীণফোনের কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুল ইসলাম, গ্রামীণফোন সেন্টারের স্বত্বাধিকারী এ এম এম রোকনুজ্জামান ও কুষ্টিয়া অঞ্চলের গ্রামীণফোনের সম্মানিত ডিলার অজয় সুরেকা, সিনিয়র এক্সিকিউটিভ এ এইচ এম আরিফুল হাসনাত ও রিজিওনাল সেলস স্পেশালিস্ট বিপ্লব কুমার সাহা।

কুষ্টিয়ায় গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্ক কয়েক মাস আগে খণ্ডকালীন চালু থাকলেও বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ কুষ্টিয়া শহরের সব জায়গায় থ্রিজি চালু করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুন ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।