সংসদ থেকে: বর্তমানে দেশের মোবাইল ফোনের সর্বনিম্ন কলচার্জ ২৫ পয়সা করা আছে। বিটিআরসি’র নির্দেশ অনুযায়ী মোবাইল ফোন কোম্পানিগুলোকে এ কলচার্জের মধ্যেই ব্যবসা করতে হচ্ছে।
মঙ্গলবার সকালে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে টেবিলে উত্থাপিত নুরজাহান বেগম এর তারকা চিহ্নিত প্রশ্ন ৩৪৪ এর উত্তরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সংসদকে এ কথা জানান।
চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান ৫টি বিদেশি ফোন কোম্পানি ৬৫ লাখ ৮৯ দশমিক ৯৬ কোটি টাকা বিনিয়োগ করেছে।
এরমধ্যে গ্রামীণফোন ২০০১-২০১৪ এর মার্চ পর্যন্ত বিনিয়োগ করেছে ২৪ হাজার ৯ কোটি ৫০ লাখ, আজিয়াটা বাংলাদেশ লিমিটেড (রবি) ২০০১ থেকে ২০১৩ পর্যন্ত বিনিয়োগ করেছে ১২ হাজার ৮০২ কোটি ৭০ লাখ, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড (বাংলালিংক) ২০০১ থেকে ২০১৩ পর্যন্ত ১৬ হাজার ১৯৬ কোটি ৪ লাখ, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ২০০৫ থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত ১১ হাজার ৪২ কোটি এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড ২০০১ সাল থেকে ২০১৪, মে পর্যন্ত বিনিয়োগ করেছে ১ হাজার ৩৯ কোটি ৭২ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৪