ঢাকা: তথ্য অধিদফতর (পিআইডি) ওয়েবসাইটের নতুন ঠিকানা চালু করা হয়েছে।
বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, পিআইডি’র ওয়েবসাইটে www.bdpressinform.org এর পরিবর্তে বর্তমানে www.pressinform.gov.bd শীর্ষক ওয়েবসাইট ব্যবহৃত হবে।
অর্থাৎ শুরুতে bd বাদ গিয়ে তা শেষে যুক্ত হলো।
পিআইডি জানায়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ডাটা সেন্টারের DNS1 ns1. bcc.gov.bd & DNS2 ns2.bcc.gov.bd, DNS3 ns3.bcc.gov.bd-তে তথ্য অধিদফতরের সব ডাটা হোস্টিং করা হয়েছে।
জাতীয় তথ্য বাতায়নের সঙ্গে যুক্ত করতেই নতুন ঠিকানায় গেল পিআইডির ওয়েব ঠিকানা।
এখন থেকে www.pressinform.gov.bd ঠিকানায় সব ডাটা হোস্টিং ও ব্যবহারের জন্য অনুরোধ করেছে পিআইডি।
পিআইডির ওয়েবসাইটে সরকারের গুরুত্বপূর্ণ সংবাদ বিজ্ঞপ্তি ও প্রেস নোট প্রকাশিত হয়ে থাকে।
গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘জাতীয় তথ্য বাতায়ন’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্ট সজীব ওয়াজেদ জয়।
www.bangladesh.gov.bd ওয়েবসাইটটিই জাতীয় তথ্য বাতায়ন’র ঠিকানা।
নাগরিকের তথ্য ও সেবা প্রাপ্তি নিশ্চিত, সরকারের স্বচ্ছতা, জবাবদিহীতা নিশ্চিত, উদ্ভাবনী ও জনমুখী প্রশাসন প্রতিষ্ঠা করতেই এ তথ্য বাতায়ন।
তথ্য বাতায়নে ২৫ হাজার ৪৩টি ওয়েবসাইটকে একই সূত্রে গেঁথে বিশ্বের বৃহত্তম এ সরকারি পোর্টালটি তৈরি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৪