আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (আইসিসিআইটি) ২০১৪। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্বাগতিকতায় ১৭তম এই আসরে প্রথমবারের মতো প্রাইম স্পনসর হিসাবে যোগদান করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর রবি ।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত সম্মেলনের প্রস্তুতি কমিটির দ্বিতীয় ওয়ার্কিং কমিটির সভায় সভাপতিত্ব করেন ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। সভায় সম্মেলন প্রস্তুতির বিস্তারিত মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন সম্মেলন আয়োজক কমিটির চেয়রম্যান ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান সবুর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডঃ আতিক আহাদ, ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মোতালেব,, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ডঃ এম মিজানুর রহমান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. এস এম মাহবুব উল-হক মজুমদার, রেজিষ্ট্রার প্রফেসর ডঃ ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক, পরিচালক (স্থায়ী ক্যাম্পাস) ডঃ মোস্তফা কামাল, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেনসহ সিএসই বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতনরা।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৪