হ্যাঙ্গআউটে ব্যবহৃত ওয়েবভিত্তিক এসএমএস সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে গুগল। সম্প্রতি গুগলের আনঅফিসিয়াল এক ব্লগে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
তথ্য মতে, হ্যাঙ্গআউট মেসেজিং সেবায় নিরাপত্তাজনিত ব্যাপক সমস্যা বিদ্যমানের দিকটি গুগল কর্তৃপক্ষের নজরে আসায় শেষ পর্যন্ত ফিচারটি থেকে সরে আসছে গুগল। যদিও সেবাটি অল্প কয়েকটি দেশে চালু রয়েছে। কিন্তু প্রকাশিত বল্গটির তথ্য অনুসারে, যেসব দেশে নামেমাত্র ইন্টারনেট আর স্মার্টফোন রয়েছে সেসব দেশের ব্যবহারকারীরা এ সিদ্ধান্তের আওতায় নেই। ফলে সেবাটি যে পুরোপুরি নিশ্চিহৃ হচ্ছেনা তা বার্তাটি অনেকটা স্পষ্ট করছে। অবশ্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের এ নিয়ে চিন্তা নেই কেননা ফিচারটি পার্সোনাল কম্পিউটার ব্রাউজারে ব্যবহৃত।
আরও বলা হয়েছে, মোবাইল অপারেটরস নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো এসএমএস খুবই অনিরাপদ এবং অনির্ভরযোগ্য। যা অধিকতর খারাপ অবস্থার সৃষ্টি করে।
এদিকে, খবরটি ছড়িয়ে পড়ায় অপারেটরদের মাঝে চরম উদ্বীগ্নতা পরিলক্ষিত হওয়ায় বিষয়টির বিশ্বাসযোগ্যতা বাড়ছে।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪