বাজারে লেনোভো ব্র্র্যান্ডের নতুন নোটবুক ‘ফ্লেক্স ১৪’। ডুয়াল মোডের এ মডেলটি পরিবেশন করছে গ্লোবাল ব্র্যান্ড।
১৪ ইঞ্চির টাচস্ক্রিন প্রযুক্তির এ নোটবুকে ডকুমেন্ট ড্রাফটিং, স্প্রেডশীটের কাজগুলো করা যাবে ল্যাপটপ মোডে। তবে টাচ-নির্ভর অ্যাপ্লিকেশন, ওয়েব চ্যাট, ফ্লিম বা ভিডিও উপভোগের জন্য নোটবুকের ডিসপ্লে কীবোর্ডের উল্টো দিকে ৩০০-ডিগ্রী ঘুরিয়ে স্ট্যান্ড মোডে রেখে সুবিধাজনকভাবে ব্যবহার করা যায়।
১.৮ গিগাহার্জ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই-৭ প্রসেসর, ৪ জিবি ৠাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ইন্টেল এইচডি গ্রাফিক্স, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, এইচডি অডিও, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, এইচডিএমআই পোর্ট, ইউএসবি ৩.০ পোর্টসহ প্রয়োজনীয় সব ধরনের বৈশিষ্ট্য এতে বিদ্যমান।
সাড়ে ৪ ঘন্টা ব্যাটারী ব্যাকআপের এই নোটবুকের দাম ৭৫ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪