ঢাকা: অনলাইনে বিজ্ঞাপনের ক্রমবর্ধমান চাহিদার কারণে চলতি বছরের মার্চ মাস থেকে জুন পর্যন্ত গত বছরের চেয়ে ২২ ভাগ বেশি আয় করেছে ইন্টারনেট জায়ান্ট গুগল।
সম্প্রতি আয় সংক্রান্ত এক প্রতিবেদনে গুগল জানিয়েছে, তাদের আয় ১৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
গুগলের আয়ের বড় একটি অংশ আসে ‘কস্ট পার ক্লিক’ থেকে। গুগল পেজে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক থেকে আয় হয় প্রতিষ্ঠানটির। মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক বহুজাতিক ইন্টারনেট ও সফটওয়্যার কোম্পানি গুগল সার্চ ইঞ্জিন, অনলাইন বিজ্ঞাপন সেবা এবং ক্লাউড কম্পিউটিংয়ের জন্য বিশ্বখ্যাত।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪