ঢাকা: ৫.৫ মিলিমিটারের পর এবার আরও পাতলা হ্যান্ডসেট আনার কথা জানিয়েছে চীনভিত্তিক মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিওন ইলাইফ।
প্রাথমিকভাবে হ্যান্ডসেটটির নাম রাখা হয়েছে জিএন৯০৫৫।
অ্যামোলেড ডিসপ্লের এ হ্যান্ডসেটটির পর্দা হবে ৪ দশমিক ৮ ইঞ্চি। এর অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হবে অ্যান্ড্রয়েডের ৪.৩ জেলিবিন ভার্সন। হ্যান্ডসেটটির প্রসেসর হবে ১.২ গিগাহার্টজ কোয়াডকোর ও ৠাম ১ জিবি।
১৬ গিগাবাইট ইন্টারনাল ধারণক্ষমতা সম্পন্ন হ্যান্ডসেটটিতে থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। আর ফ্রন্ট ক্যামেরা হবে ৫ মেগাপিক্সেলের।
দুই হাজার ৫০ এমএএইচ ব্যাটারির এ হ্যান্ডসেটটি মূল্য নিয়ে কোনো কিছু জানা যায়নি।
এপ্রিলের ২৭ তারিখ থেকে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে জিওন ইলাইফের এ যাবতকালের সবচেয়ে স্লিম স্মার্টফোন এস৫.৫। বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন দাবি করা হ্যান্ডসেটটির ওজন ১৩০ গ্রাম হলেও জিএন৯০৫৫’র ওজনের বিষয়ে কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪