ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘স্মার্ট নোটবুক’র যাত্রা শুরু

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪
‘স্মার্ট নোটবুক’র যাত্রা শুরু

দেশের অন্যতম বৃহত্তম প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবার বাজারে নিয়ে এসেছে নিজস্ব ব্রান্ডের স্মার্ট নোটবুক। রোববার রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘স্মার্ট নোটবুক গ্র্যান্ড লঞ্চিং সিরেমনি’র মাধ্যমে একই স্পেসিফিকেশনের দুটি মডেলের ((W310CZ & W311CZ) ল্যাপটপ  বাজারে ছাড়ে প্রতিষ্ঠানটি।

  ইন্টেল সেলেরন ১০৩৭ইউ মডেলের প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপগুলোতে রয়েছে ১১.৬ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ৫০০ জিবি সাটা হার্ডড্রাইভ, ২ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড, মাল্টি জেস্চার ও স্ক্রলিং ফাংশন সমৃদ্ধ টাচপ্যাড ছাড়াও অন্যান্য ফিচার। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপগুলোর দাম নির্ধারিত হয়েছে ২৩ হাজার টাকা।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ মহাব্যবস্থাপক ও ল্যাপটপ বিভাগের প্রধান মুজাহিদ আলবেরুনী সুজন।

জাফর আহমেদ স্মার্ট টেকনোলজিসের নিজস্ব ব্যান্ডের এ পণ্য প্রসঙ্গে বলেন, দেশের মানুষকে অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে গুনগত মানের ল্যাপটপ ব্যবহারের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া, আমাদের দেশে এখন পর্যন্ত দেশীয় কোন ব্রান্ডের ল্যাপটপ সাফল্য অর্জন করতে পারেনি। তাই স্মার্ট ল্যাপটপ আমাদের জন্য একটি বিশাল বড় চ্যালেঞ্জও বটে। তবে, দেশের অন্যতম বৃহৎ আইটি প্রতিষ্ঠান হিসেবে আমরা বিশ্বাস করি, আমাদের বিশাল সার্ভিস সেটআপ এর মাধ্যমে যেকোনো ইন্টারন্যাশনাল ব্রান্ডের মতই কিংবা শ্রেয়তরভাবে আমরা এই ল্যাপটপের বিক্রয়োত্তর সেবা প্রদান করতে সক্ষম হব।  

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির ল্যাপটপ বিভাগের প্রধান মুজাহিদ আলবেরুনী সুজন। স্মার্ট ল্যাপটপের ধারাবাহিকতায় খুব শীঘ্রই স্মার্ট অল ইন ওয়ান পিসি এবং ব্রান্ড পিসি বাজারে ছাড়া হবে বলেও উল্লেখ করেন তিনি ।  

এ সময় বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি মোহাম্মদ খান, সাবেক সভাপতি কাউছার উদ্দীন ও এম এ হক অনু, সাবেক সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম ঢেউ সহ দেশের সিনিয়র আইসিটি সাংবাদিকরা উপস্থিতিতে ল্যাপটপগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।