ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেসিস কার্যনির্বাহী কমিটিকে গ্রামীণফোনের সংবর্ধনা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪
বেসিস কার্যনির্বাহী কমিটিকে গ্রামীণফোনের সংবর্ধনা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নবনির্বাচিত ২০১৪-২০১৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা দিয়েছে দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন। রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে বেসিসের নতুন সভাপতি শামীম আহসান এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানান গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিবেক সুদ।



সংবর্ধনা দেওয়ায় গ্রামীণফোনকে ধন্যবাদ জানিয়ে শামীম আহসান বলেন, বেসিস অনেক দুর এগিয়ে গেছে। এখন ওয়ান বাংলাদেশ ভিশনকে সামনে রেখে দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সময়। তিনি বলেন, ওয়ান বাংলাদেশ ভিশন বাস্তবায়নে পূর্ণ সমর্থন ও সহযোগিতা দিচ্ছে গ্রামীণফোন। এই কার্যক্রমের মাধ্যমে দেশের তরুণদের যোগ্যতা ও মেধা কাজে লাগাতে পারলে বাংলাদেশ শুধুমাত্র মধ্যম আয়ের দেশ নয়, বরং আগামী ১৫ বছরের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীস, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, কার্যনির্বাহী পরিচালক সানি মো. আশরাফ খান, সামিরা জুবেরি হিমিকা ও আরিফুল হাসান। গ্রামীণফোনের পক্ষে ছিলেন টেলিনরের বাংলাদেশ চীফ কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ হ্যান্স হ্যানরিকসেন, চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হাসান, হেড অব মার্কেটিং রাজিব ভট্টাচার্য, ডিরেক্টর-কর্পোরেট অ্যাফেয়ার্স ইশতিয়াক হুসেন চৌধুরী ও কোম্পানি সেক্রেটারি অ্যান্ড হেড অব রেগুলেটরি সাদাত হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।