ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইনভার্টারের জন্য ‍গুগলের ১ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪
ইনভার্টারের জন্য ‍গুগলের ১ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

ঢাকা: সর্বাপেক্ষা উন্নত ও ক্ষুদ্র পাওয়ার ইনভার্টার তৈরির জন্য এক মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে গুগল। এর জন্য দলগতভাবে রেজ্রিস্ট্রেশন করতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।



গত ২২ জুলাই শুরু হওয়া এ প্রতিযোগীতার রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত। অংশগ্রহণকারী দলগুলো তাদের পরীক্ষামূলক ভার্সন ২০১৫ সালের ২২ জুলাই পর্যন্ত জমা দিতে পারবেন।

বিশ্বব্যাপী আয়োজিত এ প্রতিযোগীতায় বাংলাদেশীরা অংশ নিতে পারলেও ইটালি, ব্রাজিল, কিউবেক, কিউবা, ইরান, সিরিয়া, উত্তর কোরিয়া ও সুদানের নাগরিকরা অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে গুগল।

ইনভার্টার হল একটি বৈদ্যুতিক যন্ত্র যা ডিরেক্ট কারেন্ট (ডিসি) প্রবাহকে অল্টারনেটিং করেন্টে (এসি) রূপান্তর করে।

প্রতিযোগীতার নাম রাখা হয়েছে লিটল বক্স চ্যালেঞ্জ।

বিস্তারিত জানতে ভিজিট করুন- www.littleboxchallenge.com

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।