ঢাকা: দেশের প্রথম অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ বুধবার মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবির প্রধান কার্যালয়ে রবি এবং আইএসপি সেবাদাতা প্রতিষ্ঠান ইন্টারক্লাউডের সঙ্গে ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির ফলে ইন্টারক্লাউড আরো সহজে এবং দ্রুততার সঙ্গে প্রত্যন্ত এলাকায় সেবা দিতে পারবে এবং সামগ্রিকভাবে দেশের ডাটা ইন্ডাস্ট্রি শক্তিশালী হবে।
রবি আজিয়াটা লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর সুপুন বীরা সিংহে, ইডটকো লিমিটেডের ভারপ্রাপ্ত সিইও ইয়াপ ওয়ে ইপ এবং ইন্টারক্লাউডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মাইনুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইডটকো গ্রুপ অপারেশন অ্যন্ড বিজনেস সাপোর্ট ডিরেক্টর ভিজেন্দ্রা ওয়াটসন, চিফ সেলস অফিসার ওয়ান জয়নাল আদিলিন ওয়ান পুটিই, ইডটকো বাংলাদেশের সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর আহমেদ আরমান সিদ্দিকী, ইন্টারক্লাউডের চিফ মার্কেটিং অফিসার হাসিবুর রশিদ এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তি মোবাইল ডাটা সার্ভিসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে চুক্তি স্বাক্ষরকারীরা আশা প্রকাশ করেন। ইন্টারক্লাউডের সঙ্গে অবকাঠামো ভাগাভাগির এই মূল চুক্তিটির মেয়াদ থাকবে পাঁচ বছর। ডাটা সার্ভিস প্রোভাইডারদের জন্য ইডটকো ইউনিক টাওয়ারের মাধ্যমে সেবা দেওয়ার বড় প্ল্যাটফর্ম তৈরি করবে।
ইডটকো দক্ষিণ এশিয়ায় যোগাযোগ অবকাঠামো সেবাদানকারী প্রথম স্বতন্ত্র প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি টেলিকম এবং নন-টেলিকম অপারেটরদের টাওয়ার, এনার্জি, ট্রান্সমিশন এবং অপারেশন ও রক্ষণাবেক্ষণসহ সকল অবকাঠামো সেবা প্রদান করে থাকে।
ইন্টারক্লাউড দেশব্যাপী ইন্টারনেট সেবা (আইএসপি) এবং আইপি টেলিফনি সার্ভিস প্রদানকারী (আইপিটিএসপি) একটি প্রতিষ্ঠান । এটি নভোকম এবং নভোটেল লি. এর একটি অঙ্গ প্রতিষ্ঠান।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪