ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং প্রগতি সিস্টেমস লিমিটেড সম্প্রতি ‘এনবিএল শিওরক্যাশ’ মোবাইল ব্যাংকিং সেবা চালু করতে চুক্তিবদ্ধ হয়। এই চুক্তির আওতায় মোবাইল ফোন ব্যবহারকারী গ্রাহকরা এনবিএল শিওরক্যাশ সেবা ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা, টাকা জমা দেয়া, টাকা উঠানো, টাকা পাঠানো, কেনাকাটা, রেমিটেন্সের টাকা উঠানো সহ বিভিন্ন সুবিধা নিতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মাদ বারিকুল্লাহ্ এবং প্রগতি সিস্টেমসের সিইও ডঃ শাহাদাত খান চুক্তিপত্রে সই করেন। এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাফিকুর রহমান, এএমডি মোঃ বদিউল আলম, এএমডি শামসুল হুদা খান, ডিএমডি আব্দুল হামিদ মিয়া, এসইভিপি ফরহাদ আহমেদ চৌধুরী ও ইভিপি কাজী কামাল উদ্দিন আহমেদ এবং প্রগতি সিস্টেমসের সিবিও মোঃ আবু তালেব, ইভিপি যুবায়ের আহমাদ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, প্রগতি সিস্টেমসের প্রযুক্তি সহায়তায় তৈরি এনবিএল শিওরক্যাশ নেটওয়ার্কে এফএসআইবিএল, বিসিবি, এনসিসিবি ও যমুনা ব্যাংক অংশগ্রহন করছে।
বাংলাদেশ সময়: ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪