ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার গিফট শপ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে। আগামী ১২ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এ বিষয়ে ফেসবুক জানায়, অনলাইন, মোবাইল এবং সরাসরি পেজের মাধ্যমে এখন থেকে আমরা এ সেবা দেবো।
ক্রেতারা যেন সরাসরি ফেসবুক থেকে টেডি বিয়ার, মোজা জাতীয় পণ্য কিনতে পারেন এজন্য ২০১২ সালে গিফট শপ চালু করে ফেসবুক। তবে এক বছরের মাথায় তা বন্ধ করে দিয়ে শুধুমাত্র গিফট কার্ড সেবা চালু রাখে ফেসবুক।
এখন থেকে পণ্য ক্রয়ের জন্য পেজে এ সংক্রান্ত একটি বাটন রাখার কথা জানায় সামাজিক যোগাযোগের অন্যতম এ মাধ্যম।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪