ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আগামী মাসে ঢাকায় ‘ই-কমার্স মেলা’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
আগামী মাসে ঢাকায় ‘ই-কমার্স মেলা’

গত বছর ঢ়াকা, সিলেট, চট্টগাম এবং বরিশালে অনুষ্ঠিত ই-কমার্স মেলায় ব্যাপক সফলতা আসায় ষষ্ঠবারের মতো ঢাকায় ‘ই-কমার্স ২০১৪’ এর আয়োজন করছে আইসিটি ম্যাগাজিন কম্পিউটার জগত। রাজধানীর বেগম সুফিয়া কামাল জাতীয়  গ্রন্থাগার প্রাঙ্গনে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মেলা।

এবারের মেলায় একশটির বেশি ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান অংশ নিয়ে নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

ই-কমার্স ২০১৪ এর বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব কনফারেন্স রুমে  সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ফ্রেব্রুয়ারিতে  ঢাকায়  প্রথম ই-বাণিজ্য মেলা অনুষ্ঠিত  হয়।   এরপর পর্যায়ক্রমে আরো ৬ টি বিভাতে মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় । দেশিয় ই-কমার্সের অগ্রগতি আনতে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সহযোগিতায় লন্ডনেও এ মেলার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।