ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এএমডি প্রসেসরে আসুসের নতুন মাল্টিমিডিয়া নোটবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
এএমডি প্রসেসরে আসুসের  নতুন মাল্টিমিডিয়া নোটবুক

এএমডি প্রসেসরের আসুসের এক্স৫৫২ইএ মডেলের নতুন মাল্টিমিডিয়া নোটবুক দেশের বাজারে পাওয়া যাচ্ছে।   ১৫.৬-ইঞ্চি পর্দার এই নোটবুকটির পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড।



সনিকমাস্টার অডিও ফিচারসহ এতে ১.০ গিগাহার্জ গতির এএমডি ডুয়াল কোর প্রসেসর, ২ জিবি র‌্যাম, ৫০০ জিবি হার্ড ডিস্ক, ১ গিগাবাইট ভিডিও মেমোরির এএমডি চিপসেটের গ্রাফিক্স, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লুটুথ, গিগাবিট ল্যান, ওয়্যারলেস ল্যান, মেমোরি কার্ড রিডার রয়েছে।

নোটবুকটিতে এছাড়া রয়েছে এইচডিএমআই পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট, ভিজিএ পোর্ট সহ বিভিন্ন সংযোগ সুবিধা। দুই বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবাসহ এর দাম ২৭ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।