ঢাকা: পাঁচটি ভুয়া ফেসবুক আইডি খুলে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইনু বলেন, স্যুট-প্যান্ট পরা ছবি ব্যবহার করে আমার নামে ফেক আইডি খোলা হয়েছে। অথচ আমি স্যুট-প্যান্ট পড়ি না। আইডিতে আমার নামের বানানও ভুল। লেখা হয়েছে আমি জাসদের চেয়ারম্যান। অথচ জাসদে চেয়ারম্যান কোনো পদ নেই।
ইনু আরো বলেন, ফেসবুক আইডিতে বলা হয়, আমি নাকি বগুড়ার ভোড়ামারায় উচ্চশিক্ষা নিয়েছি। অথচ আমি ভেড়ামারাতে লেখাপড়াই করিনি। পার্বত্য চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এসএসসি পাস করেছি। এরপর রাজধানীর নটরডেম কলেজ থেকে এইসচএসসি এবং বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করি।
সাংবাদিকদের তথ্যমন্ত্রী জানান, আমাকে লোকজন জানায়, আমি নাকি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ট্যাঙ্কের ওপর নাচানাচি করেছি। আর সেই নাচানাচির ছবি আমি নিজেই আপলোড করেছি।
আপনারা বিভ্রান্ত হবে না। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বলে জানান তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি
https://www.facebook.com/hasanulhauqe.inu?fref=ts
তথ্যমন্ত্রীর ফেসবুক আইডি
https://www.facebook.com/hasanulhaq.inu?fref=ts
ফেসবুক লাইক পেজ
https://www.facebook.com/pages/HASANUL-HAQUE-INU/309339462467
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪