ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪ সেপ্টেম্বর আসছে মটো জি২

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪
৪ সেপ্টেম্বর আসছে মটো জি২ ছবি: সংগৃহীত

ঢাকা: মটো জি হ্যান্ডসেটের সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও একটি হ্যান্ডসেট বাজারে ছাড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান মটোরোলা। মটো জি২ নামে ওই হ্যান্ডসেটটি আগামী ৪ সেপ্টেম্বর বাজারে আসবে বলে ধ‍ারণা করা হচ্ছে।



হ্যালোমটোএইচকে লোগো সংবলিত হ্যান্ডসেটটির ছবি ইতোমধ্যে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

এতে হ্যান্ডসেটটির ফ্রন্ট প্যানেলের ছবি দেখা যায়। এছাড়া মটো ই’র মতো এ হ্যান্ডসেটের ওপর এবং নিচে দু’টি স্পিকার ব্যবহার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে হ্যান্ডসেটটির পর্দা হবে ৫ ইঞ্চির। এর ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেলের ও ৠাম এক গিগাবাইটের।

অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হবে কিককেট ভার্সনের ৪.৪.৪। হ্যান্ডসেটটির অভ্যন্তরণীর ধারণক্ষমতা হবে ৮ গিগাবাইট।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।