ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে পরিবেশবান্ধব মাদারবোর্ড আনবে এমএসআই

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪
বাংলাদেশে পরিবেশবান্ধব মাদারবোর্ড আনবে এমএসআই

প্রতিনিয়ত বিশ্ববাজারে মুক্তি পাচ্ছে নতুন নতুন কম্পিউটার গেম। বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ দুর্দান্ত এসব বাস্তবধর্মী গেম ভিজ্যুয়াল, সাউন্ড আর মোশন এই তিনের সমন্বয়ে তৈরি।

নিত্যনতুন এসব গেমের সঙ্গে বাংলাদেশের গেমাররাও পরিচিত হতে পারছে মুহূর্তের মধ্যে।

প্রযুক্তির ছোঁয়ায় দেশের গেমিং কমিউনিটি এখন আর রাজধানী কেন্দ্রিক না থেকে বিস্তৃত হয়েছে বিভাগীয় শহর এবং জেলা পর্যায়ে। প্রান্তিক পর্যায়ে এই কমিউনিটির চাহিদা মেটাতে দেশের আবহাওয়া, বৈদ্যুতিক এবং আর্থ-সামাজিক অবস্থার সঙ্গে সঙ্গতি রেখে চতুর্থ প্রজন্মের মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড গেমারদের হাতে পৌঁছে দিতে নতুনভাবে কাজ শুরু করেছে তাইওয়ানের সুপরিচিত আইটি কোম্পানি এমএসআই।  

খুব শিগগিরই দেশের অন্যতম প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্সের মাধ্যমে পরিবেশবান্ধব ইকো সিরিজের এই মাদারবোর্ড বাংলাদেশের বাজারে আনবে তারা। সম্প্রতি খুলনা ও কুষ্টিয়ায় কম্পিউটার সোর্স আয়োজিত ‘ডিলার মিট’ ব্যবসায় সম্মেলনে এমএসআই এর সেকশন ম্যানেজার মাইকেল লিয়াং এই তথ্য জানিয়েছে।

সম্মেলনে উপস্থিত ছিলেন এমএসআই বাংলাদেশের অ্যাকাউন্ট ম্যানেজার ভিক্টর ইয়েহ, কম্পিউটার সোর্সের খুলনা ব্র্যাঞ্চ ইনচার্জ এস এম নূরুল ইসলাম, কুষ্টিয়ার ব্র্যাঞ্চ ইন চার্জ তৌহিদুর রহমান, পণ্য ব্যবস্থাপক মিজানুর রহমার পলাশ প্রমুখ।  

অনুষ্ঠানে বিশ্ব কম্পিউটার বাজারের বর্তমান অবস্থা, মাদারবোর্ডে আসন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া প্রান্তিক পর্যায়ে গেমারদের চাহিদায় ডিলার পর্যায়ে তথ্য সংরক্ষণ এবং হালনাগাদ প্রযুক্তি বিষয়ে তাদের অবহিত করতে নানা উদ্যোগের কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।