ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাজশাহীতে সাইবার সচেতনতা বিষয়ক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪
রাজশাহীতে সাইবার সচেতনতা বিষয়ক সেমিনার

রাজশাহী: রাজশাহীতে সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজশাহী জেলা প্রশাসকের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক তুহিনুর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন চৌধুরী। এসময় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার আলমগীর কবীর ও মহানগর পুলিশের উপকমিশনার তানভির হায়দার চৌধুরী।

সেমিনারে দেশের সাধারণ জনগোষ্ঠিকে সাইবার অপরাধ ও প্রযুক্তি আইন সম্পর্কে অবহিতকরণ এবং সাইবার অপরাধ প্রতিকারে তাদের দক্ষতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘন্টা, আগস্ট ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।