বিশ্বখ্যাত লেনোভো ব্র্যান্ডের ইয়োগা ১০ মডেলের থ্রিজি ট্যাবলেট পিসি এখন দেশের বাজারে। অ্যান্ড্রয়েড ৪.২.২ (জেলি বিন) সংস্করণ মোবাইল অপারেটিং সিস্টেম নির্ভর এই ট্যাবটির পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড।
ইউএসবি ওটিজি সমর্থিত ১০.১-ইঞ্চি মাল্টি-টাচ আইপিএস পর্দায় পিক্সেল রেজ্যূলেশন ১২৮০ বাই ৮০০। ট্যাবটির অন্যান্য বৈশিষ্ট্যে রয়েছে ১.২ গিগাহার্জ এমটি৮১২৫ কোয়াড-কোর প্রসেসর, ১ জিবি ৠাম, ১৬ জিবি ডেটা স্টোরেজ ডিভাইস, ডুয়াল ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, জিপিএস, জি-সেন্সর ফাংশন, ডুয়াল স্টেরিও স্পিকার, মাইক্রো-এইচডিএমআই ও মাইক্রো-ইউএসবি ইন্টারফেস, মাইক্রো-এসডি কার্ড রিডার।
অত্যাধুনিক এই ট্যাবটিতে ভয়েস কলের পাশাপাশি থ্রিজি মোবাইল ডেটা বা ইন্টারনেট ব্যবহার করা যাবে।
সাড়ে ২৮ হাজার টাকায় পাওয়া যাবে ট্যাবটি।
বাংলাদেশ সময়: ১৬০1 ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৪