মঙ্গলবার উঠা-নামার মধ্য দিয়েই গেছে অ্যাপলের শেয়ার বাজার। নতুন পণ্য (আইফোন ৬, আ্যপল ওয়াচ এবং আ্যপল পে) ঘোষণার পর প্রতিষ্ঠানের শেয়ার ৪.৫ শতাংশ বেড়ে যায় আবার ২.২ শতাংশ কমেও যায়।
অবশ্য, শেয়ার বাজার স্থিতিশীল থাকেনা এটাই বাস্তব। কিন্তু বিখ্যাত এই প্রযুক্তিপণ্য নির্মাতা যেদিন একসাথে এতোগুলো পণ্য উন্মোচন করে প্রযুক্তিবিশ্বে সাড়া জাগালো সেদিনই এমন অপ্রত্যাশিত ঘটনা। অ্যাপল সিইও টিম কুক বহুল আলোচিত আর প্রত্যাশিত এ পণ্যগুলো এদিন উন্মোচন করে।
তথ্য মতে, নতুন মোবাইল পেমেন্ট সিস্টেম ’অ্যাপল পে’ সেবা প্রদানে রিটেইল কোম্পানি “ডিজনি, ম্যাকি’স, ওয়ালগ্রিনস, স্টেপলস, সাবওয়ে, এমসিডোনাল্ড এবং হোল ফুডস” এছাড়া ক্রেডিট কার্ডের জন্য আমেরিকান এক্সপ্রেস, মাস্টারকার্ড এবং ভিসার সাথে চুক্তি করেছে অ্যাপল।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৪