ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মধুর ক্যান্টিনে ওয়াইফাই চালু করলো এলএম এরিকসন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
মধুর  ক্যান্টিনে ওয়াইফাই চালু করলো এলএম এরিকসন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নেটওয়ার্ক সোসাইটি গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর  ক্যান্টিনে ফ্রি ওয়াইফাই চালু করেছে এলএম এরিকসন বাংলাদেশ লিমিটেড।

শনিবার ঢাবি উপাচার্য আ আ ম শ আরেফিন সিদ্দিক, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি  প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ এরিকসনের কর্মকর্তারা সেবার উদ্বোধন করেন।

 

এসময় এলএম এরিকসন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজ বলেন, তরুণ শিক্ষার্থীদের আড্ডাকে আরও তথ্য সমৃদ্ধ করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সামনে এগিয়ে নেওয়ার স‍ুযোগ সৃষ্টিতেই এরিকসন এ উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশের বায়ান্নোর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ অভ্যূত্থান, একাত্তরের স্বাধীনতা আন্দোলন, নব্বইয়ের গণ এবং ছাত্র আন্দোলন এই মধুর ক্যান্টিন থেকেই শুরু হয়েছিল।

এই মধুর ক্যান্টিনকে বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ওয়াইফাই জোন করেছে যোগাযোগ প্রযুক্তি ও সেবায় বিশ্বখ্যাত এরিকসন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর: ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।