ঢাকা: ভারতের বাজার ধরতে স্বল্পমূল্যের ‘অ্যান্ড্রয়েড ওয়ান’ স্মার্টফোন ছেড়েছে সার্চ জায়ান্ট গুগল।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সূত্রকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমগুলো জানায়, মাইক্রোম্যাক্স ক্যানভাস এ১, কার্বন স্পার্কেল ভি এবং স্পাইস ড্রিম ইউএনও নামে স্বল্পমূল্যের তিনটি স্মার্টফোন ভারতের বাজারে সরবরাহ করবে গুগল।
সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টার পর অনলাইনে সংশ্লিষ্ট অংশীদার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ক্রেতারা হ্যান্ডসেটগুলো বুকিং দিতে পারবেন। অক্টোবরের শুরু থেকেই হ্যান্ডসেটগুলো বাজারে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
স্মার্টফোনগুলোর প্রত্যেকটিতে একই ফিচার ব্যবহার করা হয়েছে। আর মূল্য নির্ধারণ করা হয়েছে ছয় হাজার তিনশ’ ৯৯ রুপি।
মাইক্রোম্যাক্স ক্যানভাস এ১ দুই রঙে (কালো, সাদা), কার্বন স্পার্কেল ভি চার রঙে (ম্যাগনাম ব্লু, মাইল্ড গ্রে, ওয়াল্ড রেড, পার্ল হোয়াইট) এবং স্পাইস ড্রিম ইউএনও দুই রঙে (কালো, সাদা) পাওয়া যাবে।
হ্যান্ডসেটগুলির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের কিটক্যাট ৪.৪. ভার্সন, যা আপডেট করা যাবে।
স্মার্টফোনের গুণগত সুবিধাগুলো গ্রাহকরা উপভোগ করতে পারবেন বলে আশা করছে গুগল। ভারতের বাজারে ‘অ্যান্ড্রয়েড ওয়ান’র আশানুরূপ সাড়ার ওপর বিশ্বের অন্যান্য বাজারে পণ্যটির ভবিষ্যৎ নির্ভর করছে।
৪.৫ ইঞ্চি পর্দার হ্যান্ডসেটগুলোর ৠাম ১জিবি। এছাড়া ৪ জিবি অভ্যন্তরীণ ধারণক্ষমতা সম্পন্ন হ্যান্ডসেটগুলির ক্যামেরা ৫ মেগাপিক্সেল। আর ব্যাটারির ধারণক্ষমতা এক হাজার সাতশ’ এমএএইচ।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪