ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নিনতেনদো নতুন গেম কনসোলের দাম কমছে

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১
নিনতেনদো নতুন গেম কনসোলের দাম কমছে

এ মুহূর্তে নিনতেনদো নির্মিত থ্রিডি প্রযুক্তির (থ্রিডিএস) গেমিং কনসোলের দাম ১০১ ডলার। সূত্র এ তথ্য জানিয়েছে।

তবে যুক্তরাজ্যের বাজারে এর বিপণন মূল্য হবে ২৪৯.৯৯ ডলার।

নতুন এ সুখবর সম্পর্কে গেমপ্রেমীরা এরই মধ্যে অবগত হয়েছে। ফলে নিনতেনদো থ্রিডিএস গেমিং কনসোল এখন ক্রয় করা যাবে সুলভ মূল্যে।

ইউরো গেমারের সংবাদমাধ্যমে প্রকাশিত, ইউএমবি টেকলনসাইটের আগের ব্যয় হিসাব অনুযায়ী অনুসন্ধানীয় হিসাবের পুরোটাই ছিল থ্রিডিএস হার্ডওয়্যার তৈরিতে।

এ হিসাবের বাড়তি ১৪৯ ডলার বিগত বছরগুলোর গবেষণা, মানোন্নয়ন, সাধারণ কার্যক্রম, মোড়কজাতকরণ এবং বিতরণ কাজে ব্যয় করা হয়।

বাংলাদেশ সময় ২১৫৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।