ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শুরুতেই ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফেনক্স ভেঞ্চার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
শুরুতেই ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফেনক্স ভেঞ্চার

ঢাকা: ‘ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল’ বাংলাদেশের টেকনোলজি, ইন্টারনেট ও মিডিয়া সেক্টরে শুরুতেই ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো দেশে কোনো সিলিকন ভ্যালিভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির ব্যবসা কার্যক্রমের সূচনা হবে।


 
মঙ্গলবার (০২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসিস’র সভাপতি শামীম আহসান যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালে জেনারেল পার্টনার হিসেবে যোগদান করেছেন।

ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান ও নতুন প্রতিষ্ঠিত ব্যবসাগুলোতে এন্টারপ্রাইজ পার্টনারশিপে সহায়তা দিয়ে থাকে। এছাড়াও, ফেনক্স নতুন প্রতিষ্ঠিত ব্যবসায় কার্যক্রমে সহায়তা, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ এবং মার্জার অ্যান্ড একুইজিশন ও আইপিওতে সহায়তা দিয়ে থাকে।

উত্তর আমেরিকা, জাপান, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপে নতুন এবং সম্ভাবনাময় টেকনোলজি প্রতিষ্ঠানে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের বিনিয়োগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।