ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উন্নয়ন যুদ্ধে প্রযুক্তিই হাতিয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
উন্নয়ন যুদ্ধে প্রযুক্তিই হাতিয়ার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশ এখন দারিদ্র্য, লিঙ্গ বৈষম্য, পরিবেশ বিপর্যয় ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিই হবে সেই যুদ্ধ জয়ের প্রধান হতিয়ার।



ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের টেলিযোগাযোগ ক্লাবের আয়োজনে চার দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় টেলি ওয়ার ফেয়ার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যোগাযোগ প্রযুক্তির সাহায্য নিয়ে আগামী দিনে তরুণরাই উন্নয়নের আগাছা দূর করতে সহায়ক হবে।

টেলিযোগাযোগ বিষয়ের শিক্ষার্থীদের প্রজেক্ট, অ্যাপস ও সফটওয়্যার তৈরিতে উৎসাহ দিতে এই আন্তঃবিশ্ববিদ্যালয় টেলি ওয়ার ফেয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয় ও  কলেজের কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেন।  

চারটি বিষয়ে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল প্রজেক্ট প্রদর্শনী ‘প্রো-ওয়ার’, কুইজ প্রতিযোগিতা ‘টেলি-ওয়ার’, পকেট টর্সার সফটওয়্যার প্রতিযোগিতা ‘নেট-ওয়্যার’ এবং শিক্ষার্থীদের নিজেদের তৈরি অ্যাপস নিয়ে প্রতিযোগিতা ‘অ্যাপস-ওয়ার’। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম সেকেন্দার হায়াত খান, গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মোহাম্মদ শাহেদ, বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেসান্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. গুরুদাস মণ্ডল।

তৃতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করে গ্রামীণফোন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।