ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোন ট্যাব মেলায় নতুন জিওমি ‘মি৪’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪
স্মার্টফোন ট্যাব মেলায় নতুন জিওমি ‘মি৪’ ছবি: জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীতে চলছে ‘স্মার্টফোন অ্যান্ড ট্যাব’ প্রদর্শনী। শুক্রবার (১২ ডিসেম্বর) শুরু হওয়া প্রযুক্তিপণ্যের এই উৎসবে মিলছে বিশ্বের সুপরিচিত চীনের জিওমি ব্র্যান্ডের বেশ কিছু পণ্য।

 

আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এবারের স্মার্টফোন ট্যাব মেলায় গেজেট গ্যাং৭ এর স্টলে প্রদর্শিত হচ্ছে জিওমি মি৪ সহ আরো কয়েকটি মডেল। প্রতিটি মডেলেই ৫ থেকে ১০ ভাগ ছাড় রয়েছে।

ছাড়কৃত পণ্যের মধ্যে রেডমি ওয়ানএস ১৩ হাজার ৭০০ টাকায়, মি৩ ২৩ হাজার ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে। আর জিওমি’র নতুন মি৪ যার আগের মূল্য ৩৭ হাজার ৭’শ টাকা আর মেলা উপলক্ষে পাওয়া যাবে ৩২ হাজার ৭’শ টাকায়।

এছাড়া প্রতিটি পণ্যের গ্লাসের সুরক্ষায় আছে টেম্পার গ্লাস। যেটি সাধারন ফ্লিপ কভার বা অন্যান্য প্রটেক্টেড মেটেরিয়ালের তুলনায় বেশি কার্যকর। তবে ক্রেতাদের এক্ষেত্রে বাড়তি টাকা গুণতে হবে।

উল্লেখ্য, অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট সংস্করণের মি৪’র ৫ ইঞ্চি পর্দায় পিক্সেল রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০। অন্যান্য বৈশিষ্ট্যে আছে ২.৫ গিগাহার্জের স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর, ৩ জিবি র‌্যাম। এর মূল ক্যামেরা ১৩ এমপি আর ফ্রন্টে আছে ৮ এমপি ক্যামেরা। ১৪৯ গ্রাম ওজনের এ পণ্যটির পুরুত্ব ৮.১ মিমি.।

গেজেট গ্যাং৭ এর বিপণন প্রতিনিধি জানান, মেলা থেকে ক্রেতারা এ মুহূর্তে ২ হাজার টাকা আগাম দিয়ে প্রি-অর্ডার করতে পারছে। হোম ডেলিভারি সুবিধাও আছে।

অন্যান্য দেশে চীনের এই ব্র্যান্ডটির অনেক চাহিদা সেই তুলনায় এদেশেও জিওমি পণ্যের পরিচিতি বাড়ছে। মেলায় অংশ নিয়ে তা বোঝা যাচ্ছে। এরইমধ্যে বেশ কয়েকটি পণ্য বিক্রি হয়েছে বলেও জানান তিনি।

এক্সপোমেকার আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মু্ক্ত থাকছে।

 বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।