ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেলায় টুইনমস ট্যাবের বিক্রি ভাল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
মেলায় টুইনমস ট্যাবের বিক্রি ভাল ছবি: জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাত্র সাড়ে ৪ হাজার টাকায় মিলছে নামকরা টুইনমস ব্র্যান্ডের ‘টি৭২৪’ মডেলের ট্যাব।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘স্মার্টফোন ট্যাব মেলার’ শুরুর দিন (১২ ডিসেম্বর) ট্যাবটি বিক্রি হয়েছে ৫ হাজার টাকায়।

তবে ক্রেতাদের আগ্রহ বেশি দেখে মডেলটির দাম আরো ৫০০ টাকা কমানো হয়।

মেলা উপলক্ষে ট্যাবটি ছাড়ে পাওয়া গেলেও পরবর্তীতে বাজার থেকে কিনতে ক্রেতাকে গুনতে হবে ৫ হাজার ৮০০ টাকা। এ মুহূর্তে পণ্যটির সঙ্গে ফ্রি একটি টি-শার্ট থাকছে। টুইনমস প্যাভিলিয়নে ব্র্যান্ডটির অন্যান্য পণ্যের তুলনায় ট্যাবের চাহিদা খুব বেশি বলে জানান সংশ্লিষ্ট প্রতিনিধি।

অ্যান্ড্রয়েড ৪.৪ (কিটক্যাট)নির্ভর ৭ ইঞ্চির স্লিম ডিসপ্লেযুক্ত ‘টি৭২৪’ এর বিশেষ বৈশিষ্ট্যে রয়েছে ৫১২ এমবি ডিডিআরথ্রি র‌্যাম, ২ এমপি মূল আর ০.৩ ফ্রন্ট ক্যামেরা আছে। থ্রিজি ডোঙ্গল, মডেম কিংবা ওয়াইফাই মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এছাড়া দরকারি সব সুবিধাই এতে বিদ্যমান।

টুইনমস’র অন্যান্য মডেলও বিশেষ ছাড়ে বিক্রি হচ্ছে আর প্রতিটি পণ্যেই মিলছে উপহার। বিক্রয়োত্তর সেবা ১ বছর।

উল্লেখ্য, সকাল ১০ টা থেকে রাত ৮ পর্যন্ত উন্মুক্ত এ মেলা শেষ হচ্ছে ১৪ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
 



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।