ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেলায় ৫০টি অ্যাসার’র এসডব্লিউ৫-০১২ বিক্রি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
মেলায় ৫০টি অ্যাসার’র এসডব্লিউ৫-০১২ বিক্রি ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

১২ ডিসেম্বর শুরু হওয়া ‘গ্রামীণফোন স্মার্টফোন অ্যান্ড ট্যাব’ মেলার শেষ দিন বেলা ৪ টা নাগাদ ৫০টি অ্যাসার এসডব্লিউ৫-০১২ বিক্রি হয়েছে। দেশের বাজারে সম্প্রতি আসা এ পণ্যটি মেলা উপলক্ষ্যে প্রায় ৫ হাজার টাকা ছাড়ে দিচ্ছে এক্সিকিউটিভ টেকনোলজিস।



পণ্যটির দুটি ভার্সন আছে যার মধ্যে সবগুলো ফিচার এক শুধু স্টোরেজ একটির ৬৪ জিবি যেটা মেলায় বিক্রি হচ্ছে ৩২ হাজার ৮০০ টাকা আর ৩২ জিবি সহ ‘৫০০ অন কিবোর্ড ডক’ এটার দাম ৩৬ হাজার টাকা। দুটি পণ্য বাজার থেকে কিনতে লাগবে যথাক্রমে ৩৭ হাজার এবং ৪২ হাজার টাকা।

তাইওয়ান ব্র্যান্ডের এ ট্যাবটির আইপিএস মাল্টিটাচ পর্দার আকার ১০.১ ইঞ্চি।

এর অন্যতম অন্যান্য বৈশিষ্ট্যগুলো ইন্টেলের এটম কোয়াড কোর প্রসেসর, জেনুইন উইন্ডোজ ৮.১ ওএস, ২ জিবি র‌্যাম. ২ এমপি ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি ব্যাকআপ সুবিধা পাওয়া যাবে ৮ ঘণ্টা পর্যন্ত। পণ্যটি ট্যাব ও ল্যাপটপ হিসেবে ব্যবহারযোগ্য।

স্টলের বিপণন প্রতিনিধি জানান, শুরু থেকে এখন পর্যন্ত ৫০টি এসডব্লিউ৫-০১২ বিক্রি হয়েছে। মেলা শেষ হওয়ার আগ পর্যন্ত আরো বিক্রি হবে এমনটা জোর দিয়ে বলেন। এছাড়া অ্যাসার পণ্য কিনলে স্ক্র্যাচ কার্ডে নগদ ৫০০ থেকে ১ লাখ টাকা মিলতে পারে ভাগ্যবান ক্রেতাদের।   দিতীয়দিন একজন ১০ হাজার টাকা নগদ পেয়েছে স্ক্র্যাচ কার্ডে ।

আর এসডব্লিউ৫-০১২ এর এক বছরের বিক্রয়োত্তর সুবিধায় ক্রেতারা রিপেয়ার নয় রিপ্লেসমেন্ট সেবা পাবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মেলার শেষ দিন ব্যাপক আগ্রহ নিয়ে ছোট বড় সব বয়সীদের ভীড় চোখে পড়ার মতো। দোকানিরাও প্রচন্ড ব্যস্ত সময় পার করছে। প্রায় প্রতিটি স্টল, প্যাভিলয়নের দায়িত্বরতদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের মেলায় বিক্রি খুবই ভাল হয়েছে।

এদিকে মেলার গেমিং জোনে লম্বা সারি করে দাড়িয়ে থাকা তরুণরা সবাই অংশগ্রহন করবে প্রতিযোগিতায়। একদিকে আছে প্র্যাকটিসের ব্যবস্থাও। হাইওয়ে চেইজ নামের গেম নিয়ে চলছে ছোট বড়দের মধ্যে প্রতিযোগিতা। সর্বোচ্চ স্কোরধারীর জন্য রয়েছে ট্যাব আর দিতীয় বিজয়ী পাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার কথা রয়েছে।

** মেলায় শুধুই ছাড়!
** মেলায় ‘হাইওয়ে চেইজ’এ আকর্ষন
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।