ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলালিংক নিয়ে এলো আকর্ষণীয় ইন্টারনেট প্যাক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
বাংলালিংক নিয়ে এলো আকর্ষণীয় ইন্টারনেট প্যাক

ঢাকা: দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম অপারেটর বাংলালিংক নিয়ে এলো ‘স্মার্ট প্যাক’ নামে এক ব্যতিক্রমী ও আকর্ষণীয় ডাটা প্যাক।

সোমবার (১৫ ডিসেম্বর) বাংলালিংকের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুনত্বের ধারাবাহিকতায় এ ইন্টারনেট প্যাকের মাধ্যমে গ্রাহকরা রাত ২টা থেকে সন্ধ্যা ৬টা র্পযন্ত ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। পাশাপাশি স্ট্রিমিং, টরেন্ট ডাউনলোড, এফটিপি ফাইল ট্রান্সফার ও ভিডিও কল অ্যাপ্লিকেশন (ভাইবার, স্কাইপ, ফেসটাইম ইত্যাদি) ছাড়া অন্য যেকোনো ইন্টারনেট কার্যকলাপ করতে পারবেন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা র্পযন্ত।

এ বিষয়ে বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম বলেন, বাংলালিংক সবসময় তার গ্রাহকসেবা আরো সুনিশ্চিত ও আধুনিক করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের কর্পোরেট স্লোগান ‘নতুন কিছু করো’র সঙ্গে সঙ্গতি রেখেই আমরা নতুন ও উদ্ভাবনী সেবামূলক পণ্য গ্রাহকদের জন্য নিয়ে আসবো।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।