ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল এক্সপো রাজশাহী’তে আসুস, লেনোভো পণ্যে অফার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
ডিজিটাল এক্সপো রাজশাহী’তে আসুস, লেনোভো পণ্যে অফার

বুধবার থেকে রাজশাহীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হয়েছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহী ২০১৪’ শীর্ষক প্রযুক্তিপণ্যের মেলা। ৫ দিনের এই মেলার গোল্ড স্পন্সর গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের আমদানীকৃত আইটি-পণ্য ব্র্যান্ড আসুস এবং লেনোভো।



মেলায় আলাদা দুটি প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে আসুস এবং লেনোভো পণ্য।

এছাড়া আসুস কম্পোনেন্ট পণ্যের জন্য রয়েছে ১টি স্টল। আরো একটি স্টলে প্রদর্শন করা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের আমদানীকৃত এডেটা, পান্ডা সিকিউরিটি, গোল্ডেন ফিল্ড পণ্য।

মেলায় আসুস নোটবুক বা ট্যাবলেট পিসি ক্রয়ে ক্রেতারা উপহার হিসেবে পাচ্ছেন আকর্ষণীয় জ্যাকেট আর  লেনোভো নোটবুক বা পিসি ক্রয়ে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ট্যাবলেট পিসি, স্মার্টফোন, মোবাইল, হেডফোন, পেনড্রাইভ বা জ্যাকেট সহ দারুণ সব পুরস্কার।

এছাড়া এডেটা পেনড্রাইভ, মেমোরী কার্ড, পাওয়ার ব্যাংক, পান্ডা সিকিউরিটি এ্যান্টিভাইরাস সফটওয়্যারে, গোল্ডেন ফিল্ড স্পিকার, গেমিং কেসিং পণ্যে আছে বিশেষ ছাড়।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা ডিজিটাল এক্সপো চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।