ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেসিসকে সুদৃঢ় ও গতিশীল করার প্রত্যয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
বেসিসকে সুদৃঢ় ও গতিশীল করার প্রত্যয়

ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।



বেসিসকে সুদৃঢ় ও আরও গতিশীল, কার্যকর এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সংগঠনের গঠনতন্ত্রে বেশ কিছু সংশোধনী  আনা হয়।

অনুষ্ঠানের সভাপতি বেসিস সভাপতি শামীম আহসান বলেন, বেসিস ‘ওয়ান বাংলাদেশ’ ও সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে আরও কার্যকর এবং দ্রুত কাজ করতে পারবে।

 
তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে মোবাইল অ্যাপস ও গেমস বাংলাদেশকে আইটি শিল্পের ব্র্যান্ডিং করতে পারে।

বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, সরকার ঢাকার বাইরে আইটি পার্ক তৈরির উদ্যোগ নিলেও ৯৫ ভাগ আইটি কোম্পানির অবস্থান ঢাকায়। কিন্তু ঢাকায় কোনো সফটওয়্যার টেকনোলজি পার্ক বা আইটি ভিলেজ গড়ে তোলা হয়নি।  

সভায় বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ প্রম‍ুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।