ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিসিএস নির্বাচনে এগিয়ে ‘ড. মাহফুজ- দেবদুলাল প্যানেল’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
বিসিএস নির্বাচনে এগিয়ে ‘ড. মাহফুজ- দেবদুলাল প্যানেল’

তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের  সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদ পেয়ে বিজয়ী হয়েছে ড. মাহফুজ- দেবদুলাল প্যানেল। সংগঠনের ম্যানেজমেন্ট কমিটির মোট ৯টি পদের মধ্যে ৫টি পেয়েছে প্যানেলটি।

বাকি ৪টি পদ পেয়েছে হাসান বাবু-তমিজ উদ্দিন প্যানেল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নীলক্ষেত হাইস্কুলে শুক্রবার ‘২০১৫-২০১৭ সেশনের’ এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

এতে ৩৮৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংগঠনটির সভাপতি নির্বাচিত হন অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম এবং ২৭৬ ভোট পেয়ে মহাসচিব পদে নির্বাচিত দেবদুলাল রায়।

এছাড়া প্যানেলের বিজয়ী অন্যান্যরা হলেন, সহ-সভাপতি (প্রশাসন) পদে মোহাম্মদ আব্দুস সোবহান (২৮৫), সহ-সভাপতি (অর্থ) পদে আবদুর রহমান খান জিহাদ ( ৩৪২) এবং যুগ্ম সচিব (প্রশাসন) পদে মো.জাকিউল আলম সরকার(২০৫)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবুর নেতৃত্বে ‘হাসান বাবু-তমিজ উদ্দিন’ প্যানেলের বিজয়ীদের মধ্যে রয়েছেন  সহ-সভাপতি (একাডেমিক) পদে এ এস এম খাইরুজ্জামান (২৭৯), যুগ্ম সচিব (একাডেমিক) পদে অধ্যাপক ড. একেএম ফজলুল হক (৩১১), যুগ্ম সচিব (অর্থ) পদে মামুনুর রেজা ইবনে আবেদিন (৩১৩) ও কোষাধ্যক্ষ পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লাফিফা জামাল (৩৫৬)।

নির্বাচনে মোট ৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।   যার মধ্যে ‘ডি৮’ প্যানেল ১টি পদও পাননি।

উল্লখ্যে, মোট ২ হাজার ২৪০ জন ভোটারের মধ্যে এবারের নির্বাচনে ভোট দেন ৭৬৩ জন।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।