ঢাকা, মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফ্রি ক্লাউড অ্যাকসেস সুবিধার অ্যাসরক ‘এইচ৯১এম-প্লাস’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
ফ্রি ক্লাউড অ্যাকসেস সুবিধার অ্যাসরক ‘এইচ৯১এম-প্লাস’

১০০% সলিড ক্যাপাসিটর সমৃদ্ধ ও ১ বছরের ফ্রি ক্লাউড একসেস সুবিধার এসরক এইচ৯১এম-প্লাস মডেলের মাদারবোর্ড এখন দেশে বাজারে। কম্পিউটার সিটি টেকনোলজিস পরিবেশিত এই মাদারবোর্ডের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীরা যে কোনো স্থানে থকে  ফাইল, মিউজিক, ভিডিও, ছবি সহ অন্যান্য কিছুতে একসেস করতে পারবেন।



এর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে ইএলএনএ অডিও ক্যাপাসিটর, ১.৮জিবি গ্রাফিক্স কার্ড যা উচ্চক্ষমতায় কাজ সম্পাদনের জন্য সিস্টেম মেমোরি থেকে একটি ভার্চুয়াল ডিস্ক তৈরি করে।

ফটোশপ ব্যবহারের ক্ষেত্রে এটি ৫ গুণ বেশি গতিতে কাজ করে। এছাড়া এর এক্সফাস্ট ল্যান  অনলাইন গেমিং-এ ল্যাটেন্সি কমায়।

বাংলাদেশ সময়: ১৯৩৩ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।