ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

এবার খুলনায় পৌঁছে গেল বাংলালায়ন সেবা

খুলনা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০
এবার খুলনায় পৌঁছে গেল বাংলালায়ন সেবা

২৪ জুলাই খুলনায় আনুষ্ঠানিক যাত্রা করেছে ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা বাংলালায়ন। দেশজুড়ে ওয়াইম্যাক্স ইন্টারনেট সম্প্রসারণে বিভাগীয় শহরগুলোতে সেবা প্রদানের ধারাবাহিকতায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীর পর এবার বন্দরনগরী খুলনায় শুরু হলো তাদের কার্যক্রম।



শনিবার খুলনা নগরীতে আয়োজিত সম্মেলনে বাংলালায়ন এর ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলালায়ন এর চীফ কমার্শিয়াল অফিসার শফিউল হক চৌধুরী, মহাব্যবস্থাপক (প্রশাসন) মেজর (অব.) আবুল কালাম আজাদ, হেড অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স জিএম ফারুক খানসহ আরও অনেকে।

শফিউল হক চৌধুরী জানান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে খুলনা অঞ্চলকে ওয়াইম্যাক্স ইন্টারনেট এর আওতায় আনতে তারা সেবা প্রদান শুরু করেছে। তাছাড়া খুলনার শিা, স্বাস্থ্য, শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণে ইন্টারনেট সেবদাতা বাংলালায়ন ভূমিকা রাখবে বলে তিনি জানান।

উল্লেখ্য, খুলনায় বাংলালায়ন ১২৮ কেবিপিএস, ২৫৬ কেবিপিএস, ৫১২ কেবিপিএস, ১ এমবিপিএস, ২ এমবিপিএস ও ৫ এমবিপিএস এর প্যাকেজের মাধ্যমে সেবা দেবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থাও থাকছে। শিক্ষার্থীরা মাসিক ৮০০ টাকায় ২৫৬ কেবিপিএস গতির ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।