ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শার্প’র মাল্টিফাংশন ডিজিটাল ফটোকপিয়ার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
শার্প’র মাল্টিফাংশন ডিজিটাল ফটোকপিয়ার

ডিজিটাল ফটো কপিয়ার, প্রিন্টার এবং স্ক্যানার সুবিধার শার্প‘র মাল্টিফাংশন ডিজিটাল ফটোকপিয়ার দেশের বাজারে। এআর-৫৬২৩ মডেলের এ ফটোকপিয়ার এনেছে গ্লোবাল ব্র্যান্ড।



সহজ ব্যবহারেযোগ্য আকর্ষনীয় অবয়বের এ পণ্যের মাধ্যমে সর্বনিম্ন এ৬আর থেকে সবোর্চ্চ এ-থ্রি আকারের কাগজ প্রতি মিনিটে সর্বোচ্চ ২৩টি (সাদা-কালো) কপি করা যায়।

পণ্যটিতে যুক্ত বিশেষ বৈশিষ্ট্য হলো ২টি ২৫০-শীটের ড্রয়ার, ১০০-শীটের বাইপাস ট্র্রে এবং সর্বমোট ৬০০-শীট পেপার ধারণক্ষম সুবিধা।
এছাড়া রয়েছে ৬৪ মেগাবাইট মেমোরী, ইউএসবি ২.০ ইন্টারফেস, স্ট্যান্ডার্ড কালার স্ক্যানারের সুবিধা।

দীর্ঘস্থায়ী এই মাল্টিফাংশন কপিয়ারের বাজার মূল্য ১ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।