ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গোপালগঞ্জে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
গোপালগঞ্জে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খলিলুর রহমান।

মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। মেলায় সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ২৪টি স্টল রয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খলিলুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএনএম মঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
   
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।